কুমিল্লা সদর দক্ষিণ ও কোতয়ালী মডেলথানায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ আমার অহংকার এই ¯েøাগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ মে বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়া’র মেয়ে কাজলী বেগম (৪৫), একই থানাধীন দারিয়াপুর গ্রামের বাচ্চু মিয়া’র মেয়ে নারগিস আক্তার (২৫)। পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ মে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া গ্রামের মৃত খোরশেদ আলম’র ছেলে মোঃ জহির আলম (২৪), একই গ্রামের মোঃ আলমগীর হোসেন’র ছেলে মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামী কাজলী বেগম (৪৫), নারগিস আক্তার (২৫)’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোঃ জহির আলম (২৪), মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)’দ্বয়ের রিরুদ্ধে একই জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির রিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লা