কুমিল্লা শহরতলীর ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা শহরতলীর দৌলতপুর ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিংসোসাইটি লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা শনিবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সোসাইটির সহসভাপতি মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো: আমীর আলী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ বাবু, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রেজাউল করিম রাজন। সভায় আরও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: আবু মুসা চৌধুরী, অব: জেলা শিক্ষা অফিসার মো: আবদুস সালাম মিয়া,সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু, সদস্য মো: জহিরুল ইসলাম ভূঁইয়া রিপণ, মো:গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান মজুমদার, মো: সফিকুর রহমান, মো: আনোয়ারুল কবির ভূঞাসহ সোসাইটির শতাধিক সম্মানিত সদস্য। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকুরীজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে।বর্তমানেএ সোসাইটির সদস্য সংখ্যা ১৩১ জন। তিনি ঐতিহ্যবাহী এই সোসাইটির সার্বিক উন্নয়নে সবসময় আন্তরিক সহযোগিতা করায় কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ব্রাহ্মণপাড়া