কুমিল্লা বোর্ডের এইচএসসিতে ১৭১ জনের ফল পরিবর্তন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নেকবর হোসেনঃ
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। শুক্রবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার পুনর্নিরীক্ষণের জন্য ছয় হাজার ৭৭৫জন শিক্ষার্থী আবেদন করে। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-পাঁচ পায় ৩৩ জন। ফেল থেকে পাস করে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি ঘোষিত হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ৭৭ হাজার ৯০৭জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

  • কুমিল্লা