কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির
বার্ষিক সাধারণ সভা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তর রামপুরস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যানের বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি ও উপ-পরিচালক (কারিগরি) আনোয়ার হোসেন আকন্দ। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সভায় সমিতি বোর্ডের সচিব মোহাম্মদ নজির আহমদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মো. মাসুদ রানা মানিক বক্তব্য রাখেন। এসময় কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল হান্নান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা উত্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মকবুল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কেফায়েত উল্লাহ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড এর সহ-সভাপতি কুহিনুর আক্তার, সচিব মো. নজির আহাম্মদ, পরিচালক সৈয়দ আহাম্মদ লাভলু, পরিচালক মাকসুদা আক্তার, পরিচালক আব্দুস সাত্তার মজুমদার, মহিলা পরিচালক পেয়ারা বেগম, মহিলা পরিচালক জুম্মেরাত কোমেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন,শেখ হাসিনার উদ্যেগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাপবিবো কর্তৃক উক্ত সমিতিতে  উঠান বৈঠক কার্যক্রম চালু করা রয়েছে। এছাড়া সকল ধরণের সংযোগের ক্ষেত্রে বিনামূল্যে ৫০ কিলোওয়াট পর্যন্ত ট্রান্সফরমার সরবরাহের কারণে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছার কারণে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত ও সহজতর হয়েছে। 
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিগত ১৯৯৪ সালের ১ এপ্রিল বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করেছে। এ সমিতি নভেম্বর ’২২ পর্যন্ত  ৬,৮০৪.৪০ কিলোমিটার লাইন নির্মাণ করে মোট ৪ লাখ ৩৯ হাজার ৮৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

  • কুমিল্লা