কুমিল্লা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল
০২টি ম্যাগজিন, ০৮ রাউন্ড গুলিসহ ২জন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৮ রাউন্ড গুলিসহ ২জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রবিবার ০৮জানুয়ারী ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা শিমপুর এলাকার আলী হাসান রিয়াদ (২৯) পিতা-মফিজুল ইসলাম, সাং-শিমপুর (পূর্ব পাড়া মসজিদের উত্তর পাশের বাড়ী), কোতয়ালী মডেল থানা, জেলা-কুমিল্লা, আসামী নিকট হতে অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল শাসনগাছা মীম হাসপাতালের সামন থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাহার আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রাখার জন্য সহযোগী আসামী মোঃ শামীম (২৮) কে প্রদান করে। উক্ত আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তলটি বর্তমানে মোঃ শামীম (২৮) এর নিকট আছে। পরে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট থেকে আসামী মোঃ শামীম (২৮) পিতা- আলী আহমেদ,সাং-পরচঙ্গা (উত্তর পাড়া-সুলতান ফকিরের বাড়ী), চান্দিনা থানা, জেলা-কুমিল্লা, বর্তমানে-সাতরা চম্পকনগর (পশ্চিম পাড়া-জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার মোঃ আঃ সোবহান মিয়া বাড়ীর ভাড়াটিয়া বাসা থেকে পারটেক্স এর সোকেস এর নিচের বক্স থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), ২টি ম্যাগজিন, ম্যাগজিনে রক্ষিত ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) রাজেশ বড়–য়া তিনি বলেন, আসামী আলী হাসান রিয়াদ ও মোঃ শামীম তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র) ০২টি ম্যাগজিন, ০৮ রাউন্ড গুলিসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লা