কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লায় ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের জাহানারা রেস্টুরেন্টের সামনে থেকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ওসি রাজেশ বড়–য়া। তিনি জানান- বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবির একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের জাহানারা রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো- জামালপুর জেলার ঝাউগাড়া এলাকার মোস্তফা হোসেনের পুত্র মো: জাহিদুল ইসলাম ওরফে শান্ত (২০), বরিশাল লোর চরদীঘি এলাকার ফিরোজ মিয়ার পুত্র মো: ফজলে রাব্বি (২৩) ও চুয়াডাঙ্গা জেলার আন্দুলবাড়িয়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র মো: লিটন হোসেন (২৩)। এ বিষয়ে এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • কুমিল্লা