কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থী আবু সাঈদ দিপুর (১৯) মৃত্যু হয়েছে। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটনের বড় ছেলে। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় দিপু। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু সাঈদ দিপু ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এএফএম শোয়ায়েব, সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষক কর্মচারীবৃন্দ প্রমুখ।

  • কুমিল্লা