কুমিল্লায় চালককে হত্যার দায়ে সহযোগীর যাবজ্জীবন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে একহাজার টাকার জন্য গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে চালক ইদ্রিস মৃধাকে হত্যার দায়ে সহযোগী দেলোয়ার হোসেনকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় তাকে আরও ৬মাসের জেলসহ ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষনাকালে আসামি দেলোয়ার হোসেন আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী রেবেকা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন (২৮) বরিশাল জেলার শ্যামপুর গ্রামের ইউনুস খলিফার ছেলে। হত্যাকরে শিকার ইদ্রিস মৃধা বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার বাসিন্দা। আইনজীবী রেবেকা সুলতানা, ২০১৭ সালের ১৮জুন রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি এলাকায় ভাড়ার এক হাজার টাকা নিয়ে ট্রাকের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় চালক ইদ্রিস মৃধাকে। পরে নিহতের ভাই হাবিবুর রহমান মৃধা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পর্যালোচনাক্রমে আসামি মোঃ দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।

  • কুমিল্লা