কুমিল্লায় অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অস্ত্র মামলায় দোষী সাব্যস্থক্রমে মোঃ মাসুম বিল্লাহ নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ২৮ ফেব্রæয়ারি মঙ্গলবার এ রায় দেন কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ ও জজ স্পেশাল ট্রাইব্যুনাল-১০ এর বিচারক জাহাঙ্গীর হোসেন। যাহার স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং ৪৬/১১ইং। মামলার বিবরণে জানাযায়- ২০১০ সালের ২৭ নভেম্বর রাত ৮টায় সময় কুমিল্লা দাউাকান্দি থানাধীন মেঘনা গোমতি সেতুর টোল প্লাজা থেকে ১৫০ গজ পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর আসামি মোঃ মাসুম বিল্লাহ এর দখল হতে একটি দেশীয় তৈরী বশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করেন র্যাব-১১। এ ব্যাপারে ২৮ নভেম্বর র্যাব ১১ এর ডিএডি পুলিশ ইন্সপেক্টর মোঃ বেলায়েত হোসেন বাদী হয়ে দাউদকান্দি থানায় এজাহার দায়ের করিলে ঐ বছর ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বেলায়েত হোসেন ১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের ১৯ (এ) ধারায় বিধানমতে আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামি মোঃ মাসুম বিল্লাহকে দোষী সাব্যস্থক্রমে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।

  • কুমিল্লা