কুমিল্লার আদালতে খালেদা জিয়া উপস্থিত না থাকায় মামলার শুনানি পেছালো

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে অগ্নিসংযোগ করে ৮জনকে হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে দায়ের করা পৃথক তিনটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে হত্যা মামলায় বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতে না পারায় তা পরবর্তী চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ তিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ৮ জন নিহত হন। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের ৫৬ জন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওই মামলায় মোট ৭৮ জনকে অন্তর্ভুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সোমবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতে না পারায় তা পরবর্তী চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানিতে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ২০১৫ সালে চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলার শুনানি একই আদালতে একই সময় অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, হত্যা মামলাটি চার্জের জন্য ছিল। কিন্তু বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতে না পারায় তা পরবর্তী চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত। বাকি দুটি মামলা ট্রায়ালের জন্য এখনো প্রস্তুত হয়নি।

  • কুমিল্লা