কুমিল্লায় গাছের চারা রোপণ ও বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই। বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত গৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়েনের সামাজিক সংগঠন কালীর বাজার বøাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে কালীর বাজার ইউপির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫০টি ফলদ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।গত ১৯জুলাই বুধবার সকালে কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন কালীর বাজার বøাড ব্যাংকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল হাসান রফিক ।

  • কুমিল্লা