কুমিল্লায় গণফোরামের আলোচনা সভা ও কমিটি গঠন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গতকাল ১৭জুন শনিবার দুপুরে কুমিল্লার স্থানীয় একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ গণফোরামের আলোচনা সভা ও গণফোরাম কুমিলা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রফেসর মো.আজিজুল হাকিমকে আহবায়ক এবং এড.আলিমুল হাসান রাছেলকে সদস্য সচিব করে কুমিল্লা গণফোরামের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রফেসর মো.আজিজুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা.মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ডা.মিজানুর রহমান বলেন, ড. কামাল হোসেনের গণফোরাম দেশের মানুষের কল্যানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। গণফোরাম গনতন্ত্র, দেশ ও জাতির পক্ষে সব সময় কথা বলেছে। আমরা অন্যায়ের পক্ষে কখনো আপোষ করিনি ইনশাআল্লাহ কখনো করবোও না। তিনি আরো বলেন, দেশের অসুস্থ রাজনীতিকে সুস্থ্য রাজনীতি ফিরিয়ে আনতে আমরা গণফোরামের নেতারা কাজ করছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা কোন সংঘাত চাই না, আমরা চাই সংলাপ। জাতীয় সংলাপের মাধ্যমে দেশের এই কঠিন সমস্যা সমাধান করতে হবে। তত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের একতরফা পাতানো নির্বাচনে গণফোরাম অংশগ্রহণ করবেনা। আলমগীর হোসেন বাচ্চুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড. এ আর জাহাঙ্গীর, বৃহত্তর কুমিল্লার আইনজীবী সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এড.আলিমুল হাসান রাছেল, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তাক আহমেদ, চাঁদপুর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড.সেলিম আকবর, কুমিল্লা গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড.জাফর উল্লাহ, কুমিল্লা গণফোরামের সাবেক সভাপতি আহসান আক্তার, বুড়িচং প্রেসক্লাবে সভাপতি কাজী খোরশেদ আলম, চাঁদপুর গণফোরামের সদস্য প্রভাষক পল্লব। এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. জমির খান, ডা. নেয়ামত উল্লাহ, বিশিষ্ট্য ব্যবসায়ী মো. সালাউদ্দিন, মো. আবুল খায়ের সহ কুমিল্লার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা