কুমিল্লায় আড়াই লাখ ভারতীয় আতশবাজিসহ দুই চোরাকারবারী আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নেকবর হোসেনঃ
কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণের ভারতীয় আতশবাজিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব।
তিনি জানান, রবিবার রাতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় দুই লাখ ৩১ হাজার পিস ভারতীয় আতশজবাজী’সহ দুইজন চোরাকারবারি’কে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা কুমিল্লার লাকসামের কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মৃত মোস্তফা এর ছেলে মোঃ শফিক (৩২) এবং একই জেলার মনোহরগঞ্জ উপজেলার জলিপুর (মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়া এর ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।
তিনি আরও জানান, চোরাকারবারীরা জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কুমিল্লা