কারাতে মাস্টার আবুর জাপান গমন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

উচ্চতর কারাতে প্রশিক্ষণ এবং উচ্চতর কারাতে রেফারী সেমিনারে অংশগ্রহনের জন্য কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবুসহ কুমিল্লার সাইনিং কারাতে দলের ২জন ছাত্র ফাহমিদুল ইসলাম প্রান্ত এবং এস এম নাহিয়ান আজ রাত ১.১০ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু জাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ এবং উচ্চতর কারাতে রেফারী সেমিনার অংশগ্রহন শেষে ২৮ জুলাই দেশে ফিরে আসবেন। কুমিল­ার বাংলাদেশ সাইনিং কারাতে প্রশিক্ষক ও কুমিল্লা জেলা কারাতে টিচার ফাউন্ডেশনের সভাপতি সিহান মোখলেছুর রহমান আবু বলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরফানুল হক রিফাত এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন সহ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ইতিপূর্বেও কোরিয়া, চিন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও ইন্দোনেশিয়াসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতার বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। কুমিল্লার বাংলাদেশ সাইনিং কারাতে প্রশিক্ষক ও কুমিল্লা জেলা কারাতে টিচার ফাউন্ডেশনের সভাপতি সিহান মোখলেছুর রহমান (আবু) দেশবাসীর নিকট দোয়া প্রার্থী যেন পূর্বের মত এবারও জেলা ও দেশের সুনাম অর্জন করতে পারি এবং সেমিনার শেষে ভালোভাবে দেশে ফিরে আসতে পারে তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

  • কুমিল্লা