এমটিএফই’র চক্রের ফাঁদে ব্রাহ্মণপাড়ায় কপোকাত কয়েকশো মানুষ

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনলাইন প্রতারক চক্র ‘এমটিএফই’ নামে এক বিদেশি অ্যাপের ফাঁদে পড়ে যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো মানুষ আর্থিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইনভিত্তিক ওই চক্রটি তাদের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন চক্রটির ফাঁদেপড়া অনেকেই। চক্রটির ফাঁদে পড়া উপজেলা সদরের আমীর হোসেন, মহিউদ্দিন, বশির আহম্মেদ, রেজাউল হক শাকিল ও ইশতিয়াক আহমেদ জানান, লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ২ হাজার টাকা করে লভ্যাংশ পাওয়া যাবে—এমন লোভনীয় প্রস্তাবেই এর ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন আমরাসহ আরও অনেক সাধারণ মানুষ। সক্রিয় প্রতারকচক্রটি শুরুতে গ্রাহকদের তিন হাজার টাকায় এমটিএফই অনলাইন প্ল্যাটফর্মে খুলে দিচ্ছে একটি অ্যাকাউন্ট। আর প্রতিটি অ্যাকাউন্টে ‘রেফার’ হিসাবে ব্যবহার করেছে প্রতারক চক্রের সদস্যদের হিসাব। এরপর গ্রাহকরা এই অ্যাপে ডলার ডিপোজিট করেন। কিছুদিন রীতিমতো লোভ জন্ম নেয় এরকম লভ্যাংশও দিয়েছেন। এরপরই হঠাৎ ফাঁদেপড়া সবাই দেখতে পান যে লাভের বদলে তার ব্যালেন্স শূন্য হয়ে গেছে। রাতারাতি ধনী হওয়ার লোভে পড়ে এভাবে এ উপজেলায় শতশত মানুষ প্রতারিত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজের সহকারী অধ্যাপক ( ভুক্তভোগী) বলেন, ‘এ বছরের শুরুতে এই অ্যাপের সঙ্গে পরিচিত হই। প্রথমে কিছু টাকা লাভ হয়েছিল। অধিক লাভের আশায় লভ্যাংশ না উঠিয়ে লভ্যাংশসহ আরও টকা বিনিয়োগ করি। এই চক্রের ফাঁদে পড়ে আমি সর্বশান্ত হয়ে গেছি।

  • ব্রাহ্মণপাড়া