একজন ওয়ার্ড মেম্বারের আত্মকথা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

রোজার মাস। রহমতের মাস। এই মাসে মুসলমানরা সাওয়াবের আশায় সারা দিন রোজা রাখে। বিভিন্ন ভাবে দান সদকা করে। অন্যান্য মাসের তুলনায় এই মাসটি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মুসলমান তার নিজের সাধ্য অনুযায়ী সৎ কর্ম করে থাকে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে সাওয়াব অর্জনের জন্য কাজ কর্ম করে থাকে। তাছাড়া রোজা পরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে-অনেক আয়োজন থাকে। অনেকেই আবার সংসারের মানুষদের নিয়ে স্বপ্ন দেখে আবার কেউ সমাজের গরীব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যায়। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো: নুরুন্নবী নিজেকে নিয়ে ভাবছে অন্যরকম ভাবে। রোজা ও ঈদুল ফিতরের পরে বৃষ্টি মৌসুম শুরু হবে। তার ওয়ার্ডের জনগন তাকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এই ওযার্ডের জনগণও তার পরিবারের বাহিরে আরেকটি পরিবার। তিনি স্ত্রী ও সন্তানরে মতো জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করাও তার নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেন। বৈশাখ মাসে ঘরে ঘরে নতুন ধানের উৎসব চলে আবার কখনো ঝড় তুফানের কারণে যদি তাদের কষ্টার্জিত ফল নষ্ট হয়ে যায়;তখন আনন্দের পরিবর্তে কৃষকদের ঘরে ঘরে চলে কান্নার রোল। তাছাড়া বৃষ্টির মৌসুমে রাস্তা ঘাট কাঁদা হয়ে গেলে চলাচলের ব্যাঘাত ঘটে। পাকা ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও অনেক কষ্ট হয়। তাই তিনি জনগণের কথা চিন্তা করে রাস্তার উন্নয়ন করবেন বলে মনস্থির করলেন। অপর দিকে তার রান্নার ঘর ভেঙ্গে জরাজীর্ণ হয়ে আছে। স্ত্রী অনেকদিন ধরে বলে আসছেন রান্না ঘরটি পাকা করে দেওয়ার জন্য। মেম্বার সাহেব স্ত্রীকে কথা দিলেন ঈদের সময় যে বেতন ভাতা পাবেন তা দিয়ে স্ত্রীকে রান্নার ঘর মেরামত করে দিবেন এবং ঈদের মার্কেট করে দিবেন। ঈদের সময যখন মেম্বার সাহেব বেতন ভাতা পেলেন তখন মাথায় উদয় হলো জনগণের জন্য তিনি কি করবেন। জনগণও তাকে খুব ভালোবাসে। তাদের দুঃখ কষ্টের দিকেও নজর দিতে হবে। তাই তিনি চিন্তা করলেন ঈদের বেতন ভাতা দিয়ে প্রথমে জনগণের রাস্তার উন্নয়ন কাজ করবেন। পারলে পরবর্তীতে স্ত্রীর জন্য রান্না ঘর মেরামত করে দিবেন। কিন্ত বিধিবাম। বৃর্ষ্টি পানিতে তার রান্না ঘরে ভেসে যাওয়ায় স্ত্রী রাগ করে রান্নাই করে নাই। মেম্বার সাহেবকে আর রান্না করে দিবেন না বলেন। যতদিন ঘর ঠিক না করবেন ততদিন রান্না করে খাওয়াবে না। অপর দিকে রাস্তার উন্নয়ন না হলে জনগণ বলবে মেম্বার ভালো না। উভয় সংকটের মধ্যে পরে চিন্তামগ্ন রয়েছেন কি করবেন?

  • ব্রাহ্মণপাড়া