এইচএসসি পরীক্ষা উপলক্ষে ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজে মিলাদ

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৩ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সারে ১০টায় কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল খায়ের এর সভাপতিত্বে ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী আফরিন ও জুবাইদা সুলতানা কলি। এসময় শাহ আলম মেম্বার, হাবিবু রহমান চেয়ারম্যান, গিয়াস উদ্দিন, ইয়াসিন সরকার, একরাম, খালেক সরদার, সিদ্দিকুর রহমান মেম্বার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, খোরশেদ আলম, শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অপু খান চৌধুরী, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জয়দল হোসেন, প্রীতিলতা দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহ, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, প্রভাষক শফিউল্লাহ, এমরান আলী, অলিউল্লাহ, ইমন হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, নাজমুল হোসেন, নাসরিন আক্তার, সিপিয়া পাল, ফখরুল ইসলাম, শাহজাহান আলী, মো. নজরুল ইসলাম, মো. আরিফুর রহমান, মো. ঈমাম হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, এবছর এ কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ইছাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী।

  • ব্রাহ্মণপাড়া