উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় এবং রাজনীতিক অনুষ্ঠানে যোগদান করছেন। পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা এবং সামাজিক সংগঠনের সদস্যদের সাথে অনেক প্রার্থীকে ইফতার করতে দেখা গেছে। কেউ কেউ আবার তারাবি নামাজ ও জুম্মার নামাজে অংশগ্রহন করে মুসল্লিদের কাছ থেকে দোয়া ও ভোট চেয়েছেন। এছাড়া দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার এবং মার্কেটে ঈদ শুভেচ্ছার পোষ্টার ও ব্যানার দেখতে পাওয়া গেছে। সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন ইফতার পার্টিতে যোগদান করছেন এবং ভোট প্রার্থণা করতে দেখা গেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের আনাগোনা ততই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় বিভিন্ন পাড়া মহল্লার চা দোকানে ঈদের আমেজের সাথে সাথে নির্বাচনের আমেজ বিরাজ করছে। ভোটাররা হিসাব নিকাশ শুরু করছে-কে তাদের সুখে দুঃখে পাশে থাকবে অথবা উপজেলা পরিষদ চালানোর মতো কর্ম দক্ষতা কার বেশি আছে। কে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও মাদাসাসহ সকল অবকাঠামোর উন্নয়ন হবে। সব মিলিয়ে কর্মী সমর্থক এবং ভোটারদের মধ্যে ব্যাপক আলাপ-আলোচনা চলছে। সুষ্ঠ ভোট নিয়েও অনেক ভোটার আশংকা প্রকাশ করছে। বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদলের বুড়িচং উপজেলা আহবায়ক জাবেদ কাউছার সবুজ এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমানে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল বারী, ব্যারিষ্টার সোহরাব খান চৌধূরী, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খাঁন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন এবং বাংলাদেশ আওয়ামীলীগের ব্রাহ্মণপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।