‘উপজেলা নির্বাচনী হাওয়া’ বুড়িচং-ব্রাহ্মনপাড়ায় জনবান্ধব ও উন্নয়নমুখী চেয়ারম্যান নির্বাচিত করতে চায় এলাকাবাসী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে চার ধাপে দেশের ছয়টি বিভাগের উপজেলা পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি জানায়, প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি,তৃতীয় ধাপে ১১১টি এবং চতুর্থ ধাপে ৫২টি উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হবে। অবশিষ্ট ১২টি উপজেলা পরিষদে পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এসব উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়ে গিয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠাণে অংশগ্রহন করে ভোটের প্রত্যাশায় জনসাধারণের কাছে দোয়া চাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন সম্ভাব্য প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে নির্বাচনে সব দলের প্রার্থীরা অংশগ্রহন করে কি না সেই বিষয়টি তফসিল ঘোষনার পর বলা যাবে। এছাড়া দলীয় প্রতিকে নির্বাচন হলে মাঠ পর্যায়ে নির্বাচনের রূপ রেখা হবে এক রকম, আর দলীয় প্রতিক ছাড়া নির্বাচন হলে মাঠ পর্যায়ে নির্বাচনের চিত্র হবে অন্য রকম। দলীয় প্রতিকের মাধ্যমে নির্বাচন হলে সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদেরকে ভোটের মাঠে দেখা যাবে না। দলীয় প্রার্থী ও সরকার দলীয় স্বতন্ত্রপ্রার্থী প্রার্থীদের মধ্যেই নির্বাচন সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। তবে বুড়িচং- ব্রাহ্মনপাড়া উপজেলায় নির্বাচনের মাঠে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতে ইসালামীর সমর্থন প্রত্যাশী প্রার্থীরাদেরকে মাঠ পর্যায়ে সভা সমাবেশসহ বিভিন্ন আচার অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন দেখতে পাওয়া যায়। প্রত্যেকেই নিজেদের সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের নিকট আসা-যাওয়া এবং শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। ভোটারদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করছে। কুমিল্লা জেলার মধ্যে বুড়িচং – ব্রাহ্মণপাড়া দুইটি উপজেলায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। পৌরসভা ও গ্যাস নেই। এতে করে দুই উপজেলার বেশির ভাগ ধনাঢ্য ও শিক্ষিত পরিবার কিছুটা উন্নত জীবন যাপনের জন্য কুমিল্লা শহরে বাসা বাড়িতে অবস্থান করছে। ফলে দুই উপজেলার উন্নয়নের চাকা স্থবির হয়ে আছে। রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান কোনটার মধ্যেই উন্নয়নের তেমন ছোঁয়া লাগে নি। তাই আগামী নির্বাচনে দুই উপজেলার ভোটাররা জনবান্ধব ও উন্নয়নমুখী চেয়ারম্যান প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করবেন- এমনটাই ধারনা করা হচ্ছে। দুই উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায়- তারা এই বছর উপজেলার পরিষদ নির্বাচনে টাকা কিংবা ক্ষমতার দাপটের কাছে বিবেক বিক্রয় করবে না। যে প্রার্থী দুই উপজেলার জনগণের ভাগ্য পরিবর্তন ও রাস্তা ঘাটের উন্নয়ন করবে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবে- তাকেই উপজেলার অভিভাবক নির্বাচিত করবেন। তবে কিছু কিছু ভোটাররা ভিন্নমত প্রকাশ করেছেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া