উদ্বোধনের অপেক্ষায় ব্রাহ্মণপাড়ার শশীদল রেলগেইট চেকপোস্ট

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলগেইট চেকপোস্ট এখন উদ্বোধনের অপেক্ষায়। শশীদল ও হরিমঙ্গল রেলগেইট চেকপোষ্ট দুটি ঢাকা-চট্রগ্রাম রেলপথের ডাবল লাইনের উপর দিয়ে অবস্থিত। দুটি রেলগেইট অরক্ষিত থাকায় শশীদল ও হরিমঙ্গল রেলগেইটে দুইটি চেকপোষ্ট নব-নির্মিত করা হয়। নতুনভাবে রেলগেইট দুইটি কাজ শেষ হয়েছে। এখন তা উদ্বোধনের অপেক্ষায়। খোঁজ নিয়ে জানা যায়, তমা গ্রæপ ডাবল রেললাইনের কাজ করছে। এরমধ্যে হরিমঙ্গল ও শশীদল দুইটি রেলগেইট চেকপোষ্ট অরক্ষিত ছিল। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ সকলের প্রচেষ্টায় রেল কর্তৃপক্ষের মাধ্যমে এ দুটি রেল চেকপোষ্ট স্থাপন করা হয়। গেটম্যান নিয়োগ দিবে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবৎ হরিমঙ্গল ও শশীদল রেলগেট অরক্ষিত ছিল। দুটি রেলগেট নির্মাণ করায় এখন সংরক্ষিত থাকবে। এবিষয়ে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, দীর্ঘদিন পর রেলগেট দুটি চেকপোষ্ট নির্মাণ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সাহায্যে এই রেলগেটগুলো নির্মাণ করা হয়েছে। অতি শীঘ্রই তা চালু করা হবে। এতে করে দূর্ঘটনা থেকে রক্ষা পাবে এ এলাকাস আশ পাশের এলাকার জনগন।

  • ব্রাহ্মণপাড়া