ঈদুল আযহাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়ায় মসলার দাম আকাশচুম্বী

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ঈদুল আযহার এখনো ৩ সপ্তাহ বাকী। অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী ঈদুল আযহাকে কেন্দ্র করে বাড়িয়ে দিয়েছে সব ধরণের মসলার দাম। গত শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, ঈদ আসলেই সব ধরণের মসলার দাম বেড়ে যায়, এটা নতুন কিছু নয়। কারণ বাড়তি দামে কিনলে বাড়তি দামেই বিক্রি করতে হয়। বর্তমান মসলার দাম জানতে চাইলে একাধিক ব্যবসায়ীরা জানান, বর্তমানে জিরা ৮১০-৮২০ টাকা, ভালো মানের এলাচি ২০০০-২৪০০, কালোজিরা ২৫০-৩০০, দারুচিনি ৪২০-৪৫০, গোলমরিচ ৬শত টাকা, মেতি-২শত টাকা, প্যাকেটজাত মরিচের গুড়া (রাধুনী) ৭৬০, হলুদের গুড়ো ৩৬০,পেঁয়াজ ৪০-৫০ টাকা, আদা ২৫০-৩০০,রসুন-১৩০-১৪০, লবঙ্গ-৯০০, তেজপাতা ১০০-১৩০, পোলার চাল-১০০-১৩৫, ধনিয়ার গুড়ো -২৩০-২৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খুচরা দোকানিদের বেশি দামে কিনতে হয়। তাই তাদেরকেও বেশি দামেই বিক্রি করতে হয়। সদর বাজারের ক্রেতা মিজানুর রহমান জানান, ঈদ আসলেই মসলার দাম হুট করে বাড়িয়ে দেওয়া হয়। ঈদকে কেন্দ্র করে বাজারে প্রতিটি মসলা গড়ে প্রতিকেজি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। অন্য এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিউজ করে কি লাভ, সরকারের সংশ্লিষ্ট লোকজন যদি এ সময়টা বাজার তদারকি না করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়তে হয়। এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারের খুচরা মসলা ব্যবসায়ী সালাম মিয়া বলেন, ঈদে বিশেষ রেসিপিসহ বিভিন্ন ধরনের রান্নার জন্য মসলা লাগবেই। ঈদে পাইকারদের কাছ থেকে আমাদের বেশি দামে কিনতে হয়। ফলে বেশি দামেই বিক্রি করতে হয়। একই বাজারে মসলা কিনতে আসা ক্রেতা বিল্লাল হোসেন বলেন, এমনিতেই বাজারে সবকিছুর দাম লাগামছাড়া। এরইমধ্যে কোরবানির ঈদের আগে ব্যবসায়ীরা সুযোগ বুঝে মসলার দামও বাড়িয়ে দিয়েছে। আমরা সাধারণ মানুষ আমাদের দুঃখ শোনার কেউ নেই।

  • ব্রাহ্মণপাড়া