ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বুড়িচং শাখার অধিনে পরিচালিত চান্দলা ও সাহেবাবাদ এজেন্ট আউটলেট এর উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এজেন্ট আউটলেট প্রাঙ্গনে পৃথক পৃথকভাবে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এজেন্টের স্বত্ত¡াধিকারী নাজমুল হাসান পাভেলের সভাপতিত্বে গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বুড়িচং শাখা প্রধান মোহাম্মদ নাজমুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবুল খায়ের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের কোটির অধিক গ্রাহক আস্থার সাথে প্রায় ১লক্ষ ৫০ হাজার কোটি টাকা জমা রেখেছেন ইসলামী ব্যাংকে যা দেশের মোট ব্যাংকিং আমানতের এক-দশমাংশ। দেশের ৪০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার বিকাশ ঘটেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক এ পর্যন্ত দেশের ৩৩ হাজার গ্রামের প্রায় ১৭ লক্ষ প্রান্তিক পরিবারের মাঝে ৪৮ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রদান করেছে। তিনি আরো বলেন, দেশের ৩৫% রেমিট্যান্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। তিনি এলাকার ব্যবসায়ী ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে ইসলামী ব্যাংকে লেনদেন করার জন্য উদাত্ত আহবান জানান এবং সকল ধরনের ব্যাংকি লেনদেনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া সমাবেশে গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার খান, লোকমান হোসেন, সার্জেন্ট সফিকুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব হামিদা খাতুন, শিক্ষক জমির হোসেন,শাহজাহান প্রমুখ।

  • বুড়িচং