ইপিআই বৃদ্ধি করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের কর্মশালা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি।।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ”ইপিআই” বৃদ্ধি করার লক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ০-১৫ মাস বয়সী শিশুদের ১০টি মারাত্বক রোগ হাম, রুবেলা, পোলিও, ধনুষ্টংকার, যক্ষা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রতিরোধে টিকাদান বৃদ্ধি করার উদ্দেশ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। শিশুদের পাশাপাশি ১৫-৪৯ বয়সী নারীদের ৫ ডোজ টিটি টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন এইচ আই ইনচার্জ মিজানুর রহমান ও ইউপি সচিব মো: সহিদ উল্লাহ। ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, ঈমাম, পুরোহিত, সাংবাদিক প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।

  • কুমিল্লা