আলোকিত যুব উন্নয়ন সংস্থার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ডেঙ্গু থেকে মুক্ত থাকতে সমাজের প্রতিটি মানুষ বিশেষ করে অভিভাবকদের সজাগ থাকার আহবান জানিয়ে শিশু ও শিক্ষার্থীদের মশার কামড় থেকে রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০আগস্ট (বৃহস্পতিবার) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর মাজার মসজিদ প্রাঙ্গণে ডেঙ্গু থেকে বাঁচার উপায় ও সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। এলাকার অভিভাবক, মসজিদের ইমাম ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত এ সচেতনতামূলক অনুষ্ঠানে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকার , রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মোঃ নজরুল ইসলাম, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুল, গদানগর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বাকশীমূল ইসলামিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া, মোঃ ফজলুর রহমান (সাবেক মেম্বার), আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সদস্য মোসা: সেলিনা আক্তার, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রবিউল বাশার রাজু, সদস্য জান্নাতুল ফেরদাউস, মোঃ জুনাইদ ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলে, প্রতিদিন মশার কামড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে। মশার কামড় থেকে বাঁচতে সবাইকে মশারির ভিতরে ঘুমাতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে। বাসাবাড়ি, বারান্দা, ছাদ সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার উৎসস্থল পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, চিপসের প্যাকেট, অব্যবহৃত কমোড পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি তিন দিনের বেশি না রাখা। পরে যানবাহন ও বিভিন্ন মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং বাঁচার উপায় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

  • বুড়িচং