আমাদের নেত্রী বলেছেন ৪১ সালে দেশ হবে স্মার্ট বাংলাদেশ- এমপি বাহার

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

লংমিল্লা ৬ সংসদীয় আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লার এলাকায় এলাকায় মস্তান ছিলো। আমি কুমিল্লাকে সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত করেছি। আমি এমপি হওয়ার পর কুমিল্লায় এমন ১ টাও স্কুল-কলেজ বাকি নেই যেখানে আমি ভবন করি নাই। গত ১৫ বছরে ৩৫ কোটি টাকা মসজিদ-মাদরাসায় দিয়েছি। এ টাকা আমি দেয়নি, এ টাকা দিয়েছে শেখ হাসিনা। তাই আমরা যেখানে যাই সেখানে উন্নয়নের কথা বলতে পারি। এই টিক্কারচর ব্রীজ আমি করে দিয়েছি। শাসনগাছা ফ্লাইওভার করে দিয়েছি। শুধু ফ্লাইওভার না ঢাকা যেতে হলে আমতলীর রাস্তা দিয়ে যানজট ছাড়া ঢাকায় যেতে পারবেন। গোলা বাড়িতে ব্রীজ হওয়ার কথা বলেছিলো, সেই ব্রীজ আগামী ২ মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার জন্য সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন, নেত্রী শেখ হাসিনাকে কে কে চান! সবাই চান! আগামীতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। কারন শেখ হাসিনা সিটিসির মাধ্যমে ডিম পাঠাইছে। তবে সবাইরে দেনাই। যারা গর্ভবতী তাদের কে দিয়েছে। আপনারা ওনাকে ক্ষমতায় আনেবেন নাতো কাকে আনবেন! সন্ত্রাসীদের ক্ষমতায় আনবেন! শেখ হাসিনা বেঁচে থাকার জন্য সবাই দোয়া করবেন। তিনি বলেন, ভোট রক্ষার জন্য ২য় বার যখন আমি পৌরসভায় নির্বাচন করি। তখন ঢাকা থেকে মাস্তান ভাড়া করে এনেছিলো। পরে কুমিল্লার মানুষের ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হই। আমি মানুষের জন্য কাজ করি। আমাদের নেতা ২৩ বছর জেলখানায় থাকতে হয়েছে। এই জাতীর জন্য কি-না কষ্ট করেছে। এই বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করতে চেয়েছিলো। আর সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা আজ বাস্তবায়ন করে যাচ্ছে। তাই আমাদের নেত্রী বলেছে ৪১ সালে আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। তিনি আরও বলেন, আমাকে কেউ চিনতোনা। আমার সাথে নির্বাচন করেছে আবদুল আওয়াল। এই সংরাইশ এলাকায় কেউ আমাকে চিনতো না। এই ওয়ার্ড থেকে ৩৬৫ ভোট পেলাম। পরে আমার উপলব্ধি হলো তারা না চিনাতেই এই ভোট দিয়েছে। পরে আমি চেয়ারম্যান হলাম। এই এলাকার সর্দার ছিলো সামছুদ্দিন। সকল সর্দাররা মিলে আমার সাথে বসলো। তারা বললো তুমি নির্বাচন করবানা। পরে বললাম কুমিল্লার মানুষ চাইলে আমি করব। পরে আমি নির্বাচনের জন্য পোস্টার ছাপালাম। পরে নির্বাচনে জয় লাভের পর ৩৯ লক্ষ টাকা ঋনের চাপ নিয়ে মাত্র অল্প দিনে সকল ঋণ পরিশোধ করে দেশে প্রথম পৌরসভায় রুপান্তর করলাম। সাবেক কাউন্সিলর খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, উপদেষ্টা সেলিম শিকদার, মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সায়েরিন সায়ের । ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থাপনায় ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু ও ডাঃ তাহসিন বাহার সূচনা। সম্মেলন শেষে আনোয়ার হোসেন খোকন কে সভাপতি ও সোহরাব হোসেন খান বাবর কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

  • কুমিল্লা