আপিলে প্রার্থীতা ফিরে পেলেন গণফোরামের এডভোকেট আলীমুল এহছান রাসেল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর প্রার্থীতা ফিরে পেয়েছেন কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে গণফোরামের মনোনীত প্রার্থী গণফোরামের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আলীমুল এহছান রাসেল। রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশণ। গত ৩ ডিসেম্বর দলীয় মনোনয়নপত্রে সভাপতির স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। গত ১১ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন তার প্রার্থীতা ফিরিয়ে দেন। এডভোকেট আলীমুল এহছান রাসেল বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মনোনয়নপত্র বাতিল করার পর উচ্চ আদালতে (নির্বাচন কমিশন) আপিল করি। আপিলে আমি ন্যায় বিচার পেয়েছি। নির্বাচন কমিশনার আমার প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে। আমি এ রায়ে সন্তুষ্ট। আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল ভোটারদের দোয়া চাই এবং তাদের মূল্যবানটি আমাকে দিয়ে তাদের সেবা করার সুযোগ চাই। আমি আশা রাখি এই আসনে আমি বিজয় লাভ করতে পারলে সরকারী সকল সুযোগ সুবিধাগুলো উপযুক্ত ব্যক্তিদের মধ্যে সমহারে বন্টন করবো। কোন অসহায় গরিম মানুষ তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হবে না। কোন সেবা গ্রহিতা তাদের প্রকৃত সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে না। সুবিধা বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনব এবং প্রয়োজনীয় সহযোগীতা করবো-ইনশাল্লাহ।

  • বুড়িচং