আপডেট নেই বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ঘরে বসে সকল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে। সেই প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি সরকারী বেসরকারী দপ্তর, অধিদপ্তর এবং প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। যেখানে ঐ প্রতিষ্ঠানের সকল তথ্য-উপাত্ত সহজে পাওয়া যায়। বিশেষ করে সরকারী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু রয়েছে। যেখান থেকে যে কেউ চাইলে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করে স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছে। কিন্ত বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে ডিজিটাল সেবা নিশ্চিতে সকল সুযোগ-সুবিধা থাকলেও দায়িত্ব প্রাপ্তদের অবহেলা আর গাফিলতির কারণে জনগণ ডিজিটাল সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের এই ওয়েবসাইটে নধহমষধফবংয.মড়া.নফ সকল তথ্য ও সেবা এক ঠিকানায় বলা রয়েছে। যেখানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩টি অধিদপ্তর ও অন্যান্য, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯২টি উপজেলা ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদের তথ্য ভান্ডার রয়েছে। এই তথ্য ভান্ডার থেকে প্রত্যেকটি নাগরিক তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারে। তথ্য বাতায়নের এই সাইটের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্য ও সেবার বিভিন্ন তথ্য-উপাত্ত এবং ইউনিয়নের বর্ণনা রয়েছে। ইউনিয়ন সর্ম্পকিত, ইউনিয়ন পরিষদ, সরকারী অফিস,অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন তালিকা, প্রকল্প সমূহ,সেবাসমূহ,ইউনিয়ন ডিজিটাল সেন্টার সর্ম্পকিত তথ্য রয়েছে। তবে প্রতিটি বিষয়ে তথ্য-উপাত্ত আপডেট থাকার কথা থাকলেও ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে আপডেট কোন তথ্য পাওয়া যাচ্ছে না। বিশেষ করে প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা ও মোবাইল নাম্বার আপডেট নেই। ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়ন ওয়েবসাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো চেয়ারম্যান ও মেম্বারদের নাম এবং মোবাইল নাম্বার। কিন্ত বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নের মাধ্যমে ওয়েবসাইটে গত ৯ মে প্রবেশ করে কোন আপডেট তথ্য পাওয়া যায়নি। যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পূর্বের নামগুলোই রয়েছে। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বর্তমানে নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম এর নাম ও মোবাইল নাম্বার থাকলেও বর্তমান পরিষদের স্থানে পূর্বের চেয়ারম্যান মোঃ মোস্তফার নাম ও মোবাইল নাম্বার রয়েছে এবং পুরাতন মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নামের তালিকা রয়েছে। আপডেট করে নতুন নির্বাচিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নামের তালিকা সংযোজন করা হয়নি। ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের স্থানে লালন হায়দারের নাম ও মোবাইল নাম্বার থাকলেও বর্তমান পরিষদের স্থানে কোন তথ্য নেই। সেখানে লেখা রয়েছে নির্মাণ কাজ চলছে এই পাতাটি শীঘ্রই আপডেট করা হবে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ভারেল্লা ইউনিয়নকে ভেঙ্গে ভারেল্লা উত্তর ও দক্ষিণ নামে দুটি পরিষদ সৃষ্টি হওয়ার পরে দুটি ইউনিয়নের দুইজন শাহ কামাল এবং আবদুর রব নির্বাচিত হয়ে ৫ বছর কার্যক্রম পরিচালনা করেন। কিন্ত ভারেল্লা উত্তর দক্ষিণ নামে কোন ওয়েবসাইট তৈরী হয়নি। ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে ওমর ফারুক নির্বাচিত হয়েছে প্রায় ২ বছর হয়েছে এবং ভারেল্লা উত্তরে এডভোকেট ইস্কান্দর আলী নির্বাচিত হয়েছে প্রায় ১ বছর ৩ মাস অতিবাহিত হলেও দুই ইউনিয়নের আলাদা কোন ওয়েবসাইট তৈরী হয়নি এবং আপডেট কোন তথ্য নেই। মোকাম ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে চেয়ারম্যানের স্থানে কোন নাম নেই। শুধু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। বর্তমান পরিষদের স্থানে পূর্বের চেয়ারম্যান ফজলুল হক মুন্সীর এবং তার সাথে বিগত পরিষদে নির্বাচিত মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বারদের নামের তালিকা ও মোবাইল নাম্বার রয়েছে। নতুন করে কোন তথ্য আপডেট নেই। বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম পুনরায় নির্বাচিত হয়েছে। তাই চেয়ারম্যানের স্থানে তার নাম ও মোবাইল নাম্বার থাকলেও বর্তমান পরিষদের স্থানে নতুন নির্বাচিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নাম ও মোবাইল নাম্বার আপডেট করা হয়নি। এই তথ্য ভান্ডারে কোন তথ্যই নেই। পুরাতন চেয়ারম্যান ও মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার কারো তালিকাই নেই। বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রোফাইলে পূর্বের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহ আলম এর নাম ও মোবাইল নাম্বার রয়েছে। বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীনের নাম ও মোবাইল নাম্বার আপডেট করা হয়নি। বর্তমান পরিষদের স্থানেও নতুন নির্বাচিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নামের তালিকা এবং মোবাইল নাম্বার নেই। বিগত পরিষদের মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নামের তালিকা ও মোবাইল নাম্বার রয়েছে। এই পরিষদের ওয়েবসাইটটিও বর্তমানে আপডেট নেই। পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যানের প্রোফাইলে নতুন নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু তাহেরের নাম ও মোবাইল নাম্বার আপডেট করা হলেও বর্তমান পরিষদের স্থানে পুরাতন চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের নাম রয়েছে। সেই স্থানে নতুন নির্বাচিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নামের তালিকা আপডেট করা হয়নি। এই তথ্য ভান্ডারেও পুরাতন মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নাম রয়েছে। যা এখনো আপডেট করা হয়নি। ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রোফাইলে নতুন নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেনের নাম ও মোবাইল নাম্বার আপডেট করা হয়নি। সেখানে বিগত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের নাম ও মোবাইল নাম্বার রয়েছে। বর্তমান পরিষদের স্থানেও মোঃ সিরাজুল ইসলামের নাম রয়েছে। সেই সাথে বিগত পরিষদের মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নাম রয়েছে। এই তথ্য ভান্ডারটিও আপডেট করে নতুন নির্বাচিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের নাম সংযোজন করা হয়নি। ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন বলেন, আমি আগে দেখি নাই। কয়েকদিন হলো আমি দেখতে পাই যে ওয়েবসাইটে তথ্য আপডেট নাই। ওয়েবসাইটের তথ্যগুলো আপডেটের ব্যবস্থা করবো। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন-দায়িত্ব প্রাপ্ত উদ্যোগক্তাকে দিয়ে তথ্যগুলো দ্রæত আপডেট করা হবে। বুড়িচং উপজেলা নির্বাহি অফিসার সাহিদা আক্তার বলেন, আমি গতকাল বিষয়টি খেয়াল করেছি। ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটগুলোতে তথ্য আপডেট করার ব্যবস্থা করতেছি।

  • বুড়িচং