আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

রূপপুর পারামাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ রেলের তিনটি প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘কসবা-মন্দবাগ’ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধন, ঢাকা টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। এ ছাড়াও উদ্বোধন করা হয় পাবনা জেলায় ঈশ্বরদীর রূপপুর রেলস্টেশন ও নবনির্মিত ২৬ কিলোমিটার রেললাইন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় এই রেললাইন এবং স্টেশন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আনিসুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা অতিরিক্ত পু্লিশ সুপার মোঃ কামরান হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চোয়ারম্যান আলহাজ্ব আবু জাহের, ব্রাহ্মণপাড়া ইউএনও সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চোয়ারম্যান তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ রেল বিভাগের কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়নের চোয়ারম্যানবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া