মুরাদনগর আন্দিকুট হরিনাম মহাযজ্ঞোৎসব পরিদর্শন করেন কুমিল্লার সনাতনী নেতৃবৃন্দ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন আন্দিকুট শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গণে গত ১৫ জানুয়ারি রবিবার হতে ৩২ প্রহরব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞোৎসব পরিদর্শন শেষে আন্দিকুট শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরের সভাপতি বাবু সঞ্জিত সাহা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লার সনাতনী নেতৃবৃন্দ। এরা হলেন- বীরমুক্তিযোদ্ধা শুভেন্দু ভৌমিক, সনাতনী এসোসিয়েটস অব কুমিল্লা (ঝঅঈ) এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক দিলীপ মজুমদার, প্রকৌশলী বিমল সাহা, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও মুরাদনগর দারোরা নিবাসী ঝোটন দে। এ সময় উপস্থিত ছিলেন- মন্দিরের অফিস সহকারী নরসিংহ সূত্রধরসহ হাজারো ভক্ত-শ্রোতা। আলাপচারীতাকালে সঞ্জিত সাহা কে কে দত্ত মেমোরিয়াল ট্রাষ্ট সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক এর সাথে কুমিল্লা মৃণালিনী দত্ত হোষ্টেল উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ে অংশগ্রহণে আগ্রহসূচক মত প্রকাশ করেন। তিনি বলেন- জেলাপ্রশাসকের অনুমিত পেলে আমার শেষ ইচ্ছে হলো কুমিল্লা মৃণালিনী দত্ত হোস্টেলটিকে নিজস্ব অর্থায়নে চারতলা ভবন করে দেওয়া।

  • মুরাদনগর