ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক আমির হোসেনের দাফন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের আস্কর বাড়ীর মৃত ময়নাল হোসেনের ছেলে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বুধবার সকাল ৭টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া….রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। বিকালে সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম হায়দার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মুমিনুল হক ভূইয়া, আবু তাহের মাষ্টার, জসিম উদ্দিন মাষ্টার, গিয়াস উদ্দিন মাষ্টার, বজলুর রহমান মোল্লা, সাইদুর রহমান হোসেন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। তার নামাজে জানাযা পড়ান বুড়িচং দরবার শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার।