ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত মাধ্যমিক পর্য্যায়ে নির্ধারিত বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্কুলে বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ। উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দৌলত খান, প্রধান শিক্ষক শেখ হুমায়ন কবির, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের। এসময় শিক্ষাসামগ্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরন করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া