ব্যাতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মতিন খসরু এমপি’র ২য় মৃত্যু বার্ষিকী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

আগামী ১৪ এপ্রিল শুক্রবার সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবুল মতিন এমপি’র ২য় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আবদুল মতিন খসরু’র রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে তার নির্বাচনী এলাকায় তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার পিএস আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের গভর্নিং বডি ও বপেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী সমাজসেবক মাহবুব হোসেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। শুক্রবার সকাল সারে ১০টায় প্রয়াত নেতা আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ব্রাহ্মণপাড়ার আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ ভবন অডিটরিয়ামে ‘আব্দুল মতিন খসরু এডুকেশনাল ইনস্টিটিউট’ কলেজ শাখা কর্তৃক বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় “শিক্ষা ও সামাজিকতায় আবদুল মতিন খসরু’র অবদান” শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে
প্রধান অতিথি থাকবেন- শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রতিষ্ঠাতা ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ,
বিশেষ অতিথি থাকবেন- জনাব মফিজুল ইসলাম, অধ্যক্ষ কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারী ডিগ্রী কলেজ, বুড়িচং,
জনাব আবু ইউসুফ,অধ্যক্ষ পারুয়ারা আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজ, বুড়িচং, জনাব আমিনুল ইসলাম সুজন
প্রধান শিক্ষক বেড়াখলা আবদুল মতিন খসরু মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া,
প্রধান শিক্ষক মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া,
ফারুক আহাম্মদ, ইসলামপুর আবদুল মতিন খসরু মাধ্যমিক বিদ্যালয়, বুড়িচং, প্রধান শিক্ষক উত্তর নাগাইশ আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়,
সভাপতি গভর্নিং বডি বালিখাড়া আবদুল মতিন খসরু মাধ্যমিক বিদ্যালয়, বুড়িচং, এবং সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু সম্পাদক ও প্রকাশক দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জনাব জয়নাল আবেদীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ, ব্রাহ্মণপাড়া।
মহতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব হোসেন প্রতিষ্ঠাতা ও সভাপতি আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ ও জামে মসজিদ ব্রাহ্মণপাড়া।
দোয়া পরিচালনা করবেন মুফতি মাওলানা কাজী শফিউল্লাহ। সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন প্রয়াত আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের সাবেক পিএস শিক্ষানুরাগী সমাজসেবক মাহবুব হোসেন।

  • ব্রাহ্মণপাড়া