বুড়িচংয়ে বালীখাড়া আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও নব-নির্মিত চারতলা ভবনের শুভ উদ্ভোধন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের বালীখাড়া গ্রামের বালীখাড়া আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নব-নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন ২৫ শে ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টার সময় পর্ষন্ত। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৫, বুড়িচং -বিপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: শাহনাজ স্বপ্না ও মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ,বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,বুড়িচং থানার ওসি মো: ইসমাইল হোসেন,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান,ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,বুড়িচং উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি বাছির খান,ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ মানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ মোসলেহ উদ্দিন, বিদুৎসাহী সদস্য কামাল হোসেন মেম্বার, থানা আওয়ামী লীগের সহ- সভাপতি আবদুর রহিম,মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী প্রধান শিক্ষক সুবর্নপুর আদর্শ সদর,মোঃ ইউনুছ মিয়া জুয়েল সাবেক সভাপতি বালীখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ সুমন,মোঃ আশিকুর রহমান, মোঃ খোরশেদ আলম।অনুষ্ঠানটির শৃঙ্খলা ব্যবস্থাপনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, সাইফুল ইসলাম, রাজিয়া সুলতানা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম আহম্মদ ও সহকারী প্রধান শিক্ষক মোঃ নেছার আল রিয়াজ প্রমূখ।

  • বুড়িচং