দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুমের প্রতিকি অনশন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা পূবালী চত্বতের টানা ৫দিন ধরে দ্রব্যমূল্যের দাম কমানোসহ ৫দফা দাবীতে প্রতিকি অনশন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির হামজা মাসুম। সাধারন জনগণের পক্ষে তার উত্থাপিত ৫দফা দাবীগুলো হলো- সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় এর অনুমতি ছাড়া কোনো পন্যের মূল্য বাড়ানো যাবে না, গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি কিংবা অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে, পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বক্ষণিক তদারকি বাড়াতে হবে এবং দৃশ্যমান কার্যক্র হাতে নিতে হবে। আমির হামজা মাসুম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে ক্রামগত বৃদ্ধির ফলে সাধারন মানুষগুলোর জীবন যাত্রার মান কমে গেছে। দ্রব্যমূল্যের বৃদ্ধির তুলনায় মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় নি। তাই আজ মানুষের দূর্ভোগ দুর্দশার কমতি নেই। দিনে দিনে গবীর লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারন মানুষ না খেয়ে মরতে হবে। তার দাবী না মানা পর্যন্ত অনশন চলতে থাকবে। ২০ কোটি মানুষের পক্ষে তার এই অনশন কর্মসূচি।

  • কুমিল্লা