কুমিল্লায় শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিতও অংশীদারীত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রারঅধিক শব্দ উৎপন্ন করায় ৫ টি পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপপূর্বক নগদ আদায় ও নিষিদ্ধ হর্ণ অপসারণ করা হয়। এসময় আরো কিছু পরিবহনকে সতর্ক করা হয় এবং শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এবং প্রসিকিউশনে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা’র সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন সহ পরিবেশ অধিদপ্তরের বভিন্নি কর্মকর্তা-কর্মচালীগণ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা